সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি বিস্তারিত জানুন
সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তার সম্পর্কে বিস্তারিত সব তথ্য বা বিষয়বস্তু
নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। সাথে আপনাদের জন্য আরো থাকছে, সৌরজগতের সবচেয়ে
উজ্জ্বল গ্রহ কোনটি তার সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই আজকের পোস্টটি আপনি
সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন যেন এর সম্পর্কে বিশদ তথ্য পেতে পারেন।
আমরা যেই পৃথিবীতে বসবাস করি তা সৌরজগতের ভেতরে থাকা সমস্ত গ্রহ এবং উপগ্রহের
সাথেই ঘুর্নিওমান অবস্থায় রয়েছে যার সম্পর্কে সবারই ধারণা থাকা দরকার। তাই আমাদের
আজকের পোষ্টের মাধ্যমে সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তার সম্পর্কে সবকিছু
বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
ভূমিকা
আমরা প্রতিনিয়ত সৌরজগৎ সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারি। আকাশে থাকা চাঁদ
তারা সূর্য এসব নিয়ে এখন পর্যন্ত গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমাদের আজকের
পোস্টে আমরা যা কিছু জানবো তা হল- সৌরজগত কি, সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে,
সৌরজগতের মোট গ্রহ কয়টি ও কি কি, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি, সৌরজগতের
সবচেয়ে ছোট গ্রহের নাম কি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি, সৌরজগতের মোট
উপগ্রহ কয়টি ও কি কি, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি এ সকল বিষয়ের তথ্য
সম্পর্কে।
সৌরজগত কি
আকাশে থাকা চাঁদ, তারা, সূর্য এসব নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন
গবেষকরা। যার কারনে আমরা প্রতিবার নতুন কিছু তথ্য পাই পৃথিবীর বাইরে থাকা এ সকল
গ্রহ সম্পর্কে। সৌরজগৎ কে ইংরেজিতে 'solar system' বলা হয়। সূর্য হচ্ছে সৌরজগতের
কেন্দ্রবিন্দু। আর এই সূর্যের চারপাশে ঘুরতে থাকা ছোট বড় সকল বস্তুকে মিলিয়ে
গঠিত আমাদের সৌরজগত।
এ সকল বস্তুর মধ্যে মূলত আটটি বড় ধরনের বস্তু রয়েছে যাকে গ্রহ বলা হয়। এবং
অন্যান্য ছোট বস্তুগুলোর মধ্যে রয়েছে বামন গ্রহ। তাছাড়া বাকি যেগুলো গ্রহ
রয়েছে তা হচ্ছে সৌরজগতের ক্ষুদ্র বস্তু সমূহ। এবার সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও
কি কি তার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে
আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়েছিল আজ থেকে আনুমানিক প্রায় সাড়ে চার বিলিয়ন বা
সাড়ে চারশো কোটি বছর পূর্বে। শুরুর দিকে এটিতে ছিল কিছু গ্যাস এবং ধূলিকণার
মিশ্রণ। এর কাছাকাছি থাকা কোন একটি সুপার নোভার নক্ষত্রে হওয়া বিস্ফোরণের ফলে এর
প্রবল ঝাপটার কারণে এই গ্যাস এবং ধূলিকণার মিশ্রণগুলি জড়োসড়ো হয়ে এক একটি
গ্যাস পিন্ডে পরিণত হয়ে ঘুরতে শুরু হয়।
সৌরজগতের মোট গ্রহ কয়টি ও কি কি
জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যে সকল বস্তু নিজস্ব মহাকর্ষ বলের ক্ষমতায় বলয়াকার বা
গোলাকার আকৃতি আয়ত্ত করতে পারে, যা তার সবচেয়ে কাছের নক্ষত্রকে কেন্দ্রবিন্দু
বানিয়ে ঘুরতে থাকে এবং যার কোন বৈশিষ্ট্য বা শক্তি সূর্যের ন্যায় শক্তি উৎপাদন
করতে সক্ষম নয় এবং যা তার পাইপ আশিকের সকল কিছুকে দূর করে অথবা নিজস্ব আয়ত্তে
এনে রেখেছে তাকে সৌরজগতের গ্রহ বলে।
সৌরজগতে পৃথিবী সমেত আরো সাতটি গ্রহ সহ মোট ৮টি গ্রহ নিজ নিজ কক্ষে ঘূর্ণায়মান
রয়েছে। এ সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ দূরত্ব বজায় রেখে ঘুরপাক খেতে
থাকে। সৌরজগতের এই আটটি গ্রহ গুলো যথাক্রমে- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল,
বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সৌরজগতের গ্রহ গুলোর মধ্যে সূর্যের বরাবর
প্রথম সারির চারটি গ্রহ কে ভূসদৃশ গ্রহ বলা হয়।
এবং এই সারির পরবর্তী ৪টি গ্রহকে গ্যাসীয় দানব বস দৈত বলে অভিহিত করা হয়। এখানকার
মোট আটটি গ্রহের মধ্যে ছয়টি গ্রহ নিজস্বভাবে এক বা একাধিক উপগ্রহ সংবলিত। এ সকল
তথ্যের মধ্যে আমরা আরো জেনে নিতে পারবো সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি এবং
সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি তার সম্পর্কে।
বুধঃ সৌরজগতে সূর্যের পরবর্তী স্থানে রয়েছে বুধ গ্রহ। অর্থাৎ সূর্যের
সবচেয়ে নিকটবর্তী একটি গ্রহ যার কোন প্রকার বায়ুমন্ডলের উপস্থিতি না থাকায়
সূর্যের তীব্র তাপমাত্রার সংস্পর্শে থাকার পরেও বুধ গ্রহের তাপমাত্রা স্থায়ীভাবে
তীব্রতাপ বহন করেনা এবং এর তাপমাত্রা দিন ও রাত হিসেবে পরিবর্তিত হতে থাকে।
এছাড়াও এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ।
শুক্রঃ সূর্য থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গ্রহটি হলো শুক্র গ্রহ। শুক্রকে
পৃথিবীর নিকটতম গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। সূর্যের আলো শুক্র গ্রহের উপর
সরাসরি পড়াতে আমরা শুক্র গ্রহকে প্রায় সময় আলোকিত দেখতে পাই।
পৃথিবীঃ এটি সৌরজগতে সূর্যের তৃতীয় নিকটস্থ এবং ঘনত্ব যুক্ত একটি গ্রহঅ
যার আরেক নাম নীলগ্রহ। পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭১.০ কিলোমিটার। পৃথিবীকে বসবাসের
জন্য অন্যতম গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে।
মঙ্গলঃ দিক বা অবস্থান অনুযায়ী সৌরজগতের আটটি গ্রহের মধ্যে মঙ্গল হচ্ছে
সূর্যের নিকটে থাকা চতুর্থ গ্রহ। সৌরজগতের মধ্যে শুক্র এবং মঙ্গল গ্রহ দুটি
পৃথিবীর প্রতিবেশী গ্রহ। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় ২০২.৪ মিলিয়ন
কিলোমিটার বা ১২৬.৫ মিলিয়ন মাইল। তবে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যেকার দূরত্ব
প্রায় বিভিন্ন সময় পরিবর্তিত হতে থাকে।
বৃহস্পতিঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ এটি যার অবস্থান সূর্য থেকে পঞ্চম
অক্ষরেখায়। বৃহস্পতি গ্রহ গ্যাস তুইতো গ্রহ যার ব্যাস পৃথিবী তুলনায় ১১ গুণ অধিক
অর্থাৎ গড় ব্যাসার্ধে এটি ৬৯৯১১ কিলোমিটার। সূর্যের ভয় এর ভরের তুলনায় প্রায়
এক হাজার ভাগ বেশি এবং এর কক্ষপথের প্রতিটি ঘুর্ণয়কাল প্রায় ১১ বছর।
শনিঃ সৌরজগতের ষষ্ঠতম গ্রহ এবং দ্বিতীয় সর্ববৃহৎ গ্রহ এটি এবং গড়
ব্যাসার্ধে এটি পৃথিবীর তুলনায় ৯ গুণ বেশি।
ইউরেনাসঃ গঠনের পরিপ্রেক্ষিতে এটি তৃতীয় বৃহত্তম গ্রহ এবং সূর্য থেকে বেশ
ভালো একটি দূরত্ব বজায় রাখে কারণ এটি সূর্যের সপ্তম গ্রহ।
নেপচুনঃ সূর্যের অষ্টম এবং অক্ষরেখার সর্বশেষ গ্রহ এবং এতই বেশি যা
ঘন্টাতে প্রায় ২,৪০০ কিলোমিটার এর মতো।
সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি
সূর্যাস্তের কয়েক ঘন্টা পর আকাশের দিকে তাকালে চাঁদ ব্যতীত আরো একটি উজ্জ্বল
বস্তু দেখা যায়। এই উজ্জ্বল বস্তুটি হচ্ছে গ্রহ যার নাম শুক্র গ্রহ। এটি
নক্ষত্রের মতোই দেখতে অনেক বেশি উজ্জ্বল। সৌরজগতের দ্বিতীয় স্থানে যে গ্রহটি
রয়েছে তা হচ্ছে নক্ষত্রের মতো উজ্জল এই শুক্র গ্রহ। এই গ্রহকে অনেক সময় সকালের
তারাও বলা হয়ে থাকে।
তাছাড়া এটি পৃথিবীর সবচেয়ে কাছের একটি গ্রহ। পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব
প্রায় ৪.৩ কোটি কিলোমিটার। এই গ্রহকে আবার পৃথিবীর জমজ তারা, শুকতারা এবং
সন্ধ্যা তারাও বলা হয়ে থাক। উষ্ণতার দিক থেকে বিবেচনা করলে এটি সৌরজগতের সবচেয়ে
উষ্ণ গ্রহ। এই উষ্ণতা হওয়ার অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউসের প্রভাব।
সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি
উপরের একটি প্যারায় আমরা জানলাম সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি এবার
সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তার সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে সৌরজগতে
বাকি বিষয়বস্তুগুলোর সম্পর্কেও জেনে রাখা উচিত। তাহলে চলুন এখন আমরা জেনে নেই
সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম, বৈশিষ্ট্য, গুনাগুন এবং সৌরজগৎ সম্পর্কিত
চাঞ্চল্যকর অন্যান্য কিছু তথ্য।
সৌরজগতের সবগুলো গ্রহর মধ্যে ছোট গ্রহটির নাম হলো বুধ। সৌরজগতের ক্ষুদ্র গ্রহবো
বুধের ব্যাস প্রায় চার হাজার আট শত পঞ্চাশ কিলোমিটার। বুধ গ্রহের নামকরণের ইতিহাস
বেশ আকর্ষণীয়। প্রাচীন রোমান এক দেবতার নাম ছিল মারকিউরি। সেই নামের সঙ্গে
মিলিয়ে পরবর্তীতে বুধ গ্রহের নামমালা করার সময় একে মারকিউরি নাম প্রদান করা
হয়।
এবং বাংলাতে আমরা মারকিউরি গ্রহকে বুধ গ্রহ বলে সম্বোধন করি। তবে বুধ বা মারকিউরি
নামক এই গ্রহটি সর্বদাই সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হিসেবে ছিল না। পূর্বে
সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হিসেবে প্লুটো কে আখ্যায়িত করা হতো। প্লুটোর আয়তন
অন্যান্য সকল গ্রহ এমনকি বুধ গ্রহের চেয়েও কম ছিল।
পরবর্তীতে ২০০৬ সালে না না গবেষণার পরে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন
কর্তৃক দেয়া তথ্য অনুযায়ী প্লুটো বামন গ্রহের বৈশিষ্ট্যের সাথে মিল রাখে। এই
তথ্য প্রকাশের পর থেকে বিশেষজ্ঞরা লুডো কে সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে বিভক্ত
করে প্লুটোকে বামন গ্রহের অন্তর্ভুক্ত গ্রহ করে দেয়।
বর্তমানে সৌরজগতের ক্ষুদ্র গ্রহ বুধ গ্রহটি চাঁদের তুলনায় কিছুটা বৃহদাকৃতির যার
পরিমাণ খুবই সামান্য। বুধ গ্রহটি সূর্যের নিকটতম স্থানে নিজের অবস্থান বেছে
নিয়েছে। সৌরজগতে সূর্যের সবচেয়ে নিকটতম অবস্থানে থাকায় বুধ গ্রহের তাপমাত্রা
অত্যন্ত উদ্দীপ্ত থাকে যা স্বাভাবিক অবস্থার গরমের তুলনায় অনেক গুণ বেশি।
সূর্যালোকের উপস্থিতিতে বুধ গ্রহের তাপমাত্রা প্রায় ৪৩০ ডিগ্রি সে. পর্যন্ত থাকে
তবে সূর্য লোকের অনুপস্থিতিতে এটি ক্রমশ নিচের দিকে চলে আসে যাও পরবর্তীতে প্রায়
১৮০ ডিগ্রির সমান হয়। বুধ গ্রহতে দিন রাত্রির পার্থক্যে তাপমাত্রার এই তারতম্যের
কারণ হলো এই গুহতে তাপমাত্রাকে একই ফ্রিতে বাধ্য করার জন্য বায়ুমন্ডলের উপস্থিতি
দেখা যায় না।
তাই এটি সূর্যের নিকটতম গ্রহ হলেও বুধ সৌরজগতের সর্বোচ্চ উত্তপ্ত গ্রহ নয়।
সৌরজগতে সূর্যের সাথে পাড়ি দিয়ে বুধ সবচেয়ে চটপটে ভাবে ঘুরপাক খাচ্ছে। এত
দ্রুতগামী হওয়ার পরও বুধ গ্রহের সৌরজগতে সূর্যের চারিদিকে একটি ঘূর্ণনের জন্য
প্রায় ৮৮ দিন প্রয়োজন হয়।
এবং আরো আশ্চর্যকর ভাবে বুধ গ্রহ স্বয়ং নিজের পরিক্রমা লাগাতে প্রায় ১৭৬টি দিন
পার করে দিতে হয় যা বুধ গ্রহের দিনলিপি অনুযায়ী দুই বছর সময়ের হয়। বুধ গ্রহ
ঘনত্বের হিসেবে পৃথিবীর পর সৌরজগতের দ্বিতীয় স্থান ধারী। তবুও বুধ গ্রহের এই
অস্বাভাবিক তাপমাত্রা এবং অস্থিতিশীলতার কারণেই এটি পরিবেশ বান্ধব নয় এবং জীবের
বসবাসের উপযোগী নয়।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি
সৌরজগতে বৃহস্পতি গ্রহটি সর্ববৃহৎ গ্রহ হিসেবে পরিচিত যাকে ইংরেজিতে জুপিটার বলা
হয়। এছাড়াও একে গ্রহরাজ বলে অভিহিত করা হয়। বৃহস্পতি সূর্যের পঞ্চম গ্রহ এবং
আয়তনে ১.৪৩১৩×১০^১৫ কি.মি^৩। বৃহস্পতি গ্রহের মোট ৯৫টি চাঁদ আছে।
সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি
সৌরজগতের মোট আটটি গ্রহ ব্যতীত সূর্যকে প্রদক্ষিণ করে ধুমকেতু, অসংখ্য পাথর এবং
উল্কাপিণ্ড ঘুরপাক খায়। সৌরজগতের গ্রহসমূহেরও পৃথকভাবে উপগ্রহ রয়েছে। বর্তমান
গণনা মতে এবং জ্যোতির্বিজ্ঞান অনুসারে সৌরজগতের বর্তমান উপগ্রহের সংখ্যা ২১৪ যা
কয়েকটি করে এক একটি গ্রহ কিংবা অন্যান্য বিভাগে বিভক্ত হয়ে আছে। গ্রহ গুলোর
মধ্যে বিভক্ত হওয়া উপগ্রহ গুলোর তালিকা সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তা
নিম্নে উল্লেখ করা হল।
- বর্তমান হিসেব ব্যক্ত করছে যে শনি গ্রহের অন্তর্ভুক্ত ৮২টি উপগ্রহ পাওয়া যায়।
- বৃহস্পতি গ্রহ আলাদাভাবে ৭৯টি উপগ্রহের অধিকারী।
- ইউরেনাসের ভাগে থাকছেব২৭টি উপগ্রহ।
- নেপচুন অধিকার নিয়েছে ১৪ টি উপগ্রহের।
- মঙ্গল গ্রহ নিজস্ব অধিকারের অতিথি উপগ্রহ কে এবং
- পৃথিবীর ভাগে আছে একটি উপগ্রহ যা হলো -চাঁদ এবং দুধ ও শুক্র গ্রহের নিজস্ব একটিও উপগ্রহ নেই।
- এছাড়াও বামন গ্রহের তালিকায়
- প্লুটোর পাঁচটি উপগ্রহ,
- হাউমেয়ার ২ টি উপগ্রহ এবং
- এরিস ও মাকেমাকের একটি একটি করে মোট দুটি উপগ্রহ আছে। তাছাড়া ২০২১ সালের একটি রেকর্ডের তথ্য অনুসারে পৃথিবীকে কেন্দ্র করে অসংখ্য উপগ্রহ ঘুরে বেড়ায়।
পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি
সৌরজগতের গ্রহগুলির মধ্যে সূর্য থেকে দ্বিতীয় গ্রহতে অবস্থানরত অবস্থায় আছে
শুক্র গ্রহ। সাথেই এটি পৃথিবীর সবচাইতে নিকটতম একটি গ্রহ। একটি আকাশের সবচাইতে
উজ্জ্বল একটি গ্রহ । এটি সন্ধ্যা কালে দেখা যায় তাই এর নাম সন্ধ্যা তারাও বলা
হয়ে থাকে। শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই। তাছাড়া, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ
কোনটি এই প্রশ্নের উত্তরেও আমরা শুক্র গ্রহের নাম পেলাম।
লেখকের মন্তব্য
আশা করি আজকের পোষ্টের মাধ্যমে আপনারা সৌরজগতের মোট উপগ্রহ কয়টি ও কি কি তার
সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে আপনাদের যদি
কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং
আমাদের পোস্টটি শেয়ার এর মাধ্যমে অন্য সবাইকে সৌরজগত সম্পর্কে বিস্তারিত জানার
সুযোগ করে দিন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url