পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে বিস্তারিত জানুন

পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে তার বিস্তারিত বিষয়বস্তু নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। সাথেই আপনাদের জন্য আরও থাকছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি এ প্রশ্নের বিস্তারিত উত্তর বা তথ্য। তাই আজকের পোস্টটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন যেন এর সম্পর্কে বিশদ তথ্য পেতে পারেন।
পৃথিবীতে যেমন মানুষ, পশু-পাখি, গাছ-পালা আরো অনেক কিছু রয়েছে এর সাথেই আরো রয়েছে মহাদেশ এবং মহাসাগর। আর এর সম্পর্কেও আমাদের সবারই জেনে রাখা উচিৎ। তাই আজকের পোস্টে পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে তার সম্পর্কে বিশদভাবে সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

ভূমিকা

পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ যেখানে আমরা বসবাস করি। এই গ্রহে অর্থাৎ পৃথিবীতে তিন ভাগ পানি এবং একভাগ মাটি। আবার মাটি অর্থাৎ স্থলভাগকে কয়েকটি মহাদেশে ভাগ করা হয়েছে এবং পানি অর্থাৎ জলভাগকে কয়েকটি মহাসাগরে বিভক্ত করা হয়েছে। আজকের পোস্টে আমরা এই স্থলভাগ এবং জলভাগ নিয়ে আলোচনা করব যেখানে আমরা জানব, মহাদেশ কাকে বলে, পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি কি, পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি, সবচেয়ে বড় মহাদেশের নাম কি, সবচেয়ে ছোট মহাদেশের নাম কি, নতুন মহাদেশের নাম সম্পর্কে বিশদভাবে সকল তথ্য।

মহাদেশ কাকে বলে

পৃথিবীর বিশাল এবং অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। অনেকগুলো যৌথ অঞ্চলের সমন্বয়ে তৈরি হয় এই একটি অবিচ্ছিন্ন ভূখণ্ড। আরো একটু সহজ করে বলতে গেলে বলা যায় যে, অনেকগুলো দেশ মিলে তৈরি হয় একটি মহাদেশ। তবে পৃথিবীতে এমন মহাদেশ শুধুমাত্র একটি নয় আরো রয়েছে। এর মধ্যে বড় এবং ছোট দুই ধরনেরই মহাদেশ রয়েছে।

মহাসাগর কাকে বলে

দেখতে গেলে কিছুটা মহাদেশের মতোই মহাসাগরের ব্যাখ্যা পাওয়া যাবে। অর্থাৎ পৃথিবীর নোনা জলের বিশাল এবং অবিচ্ছিন্ন জলখণ্ডকে মহাসাগর বলা হয়। পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ জুড়ে বিস্তৃত রয়েছে এই মহাসাগর। পৃথিবীর পৃষ্ঠে এই প্রধান মহাসাগর এবং এর প্রান্তে অবস্থিত সমুদ্রগুলি প্রায় ৭১% জুড়ে বিস্তৃত রয়েছে। এটির গভীরতা হচ্ছে গড়ে প্রায় ৩ হাজার ৬৮৮মিটার বা ১২,১০০ ফুট। মহাসাগরের ইংরেজি শব্দ হচ্ছে 'ocean' (ওসেন), যার উৎসস্থল হচ্ছে গ্রীক এর প্রাচীন শব্দ 'ওকিআনোজ'।

পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে

পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ যেখানে আমরা বসবাস করি। এই গ্রহে অর্থাৎ পৃথিবীতে তিন ভাগ পানি এবং একভাগ মাটি। আবার মাটি অর্থাৎ স্থলভাগকে কয়েকটি মহাদেশে ভাগ করা হয়েছে এবং পানি অর্থাৎ জলভাগকে কয়েকটি মহাসাগরে বিভক্ত করা হয়েছে। এবার জেনে নেয়া যাক পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে এবং কি কি। নিম্নে মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে বিস্তারিত সকল তথ্য উল্লেখ করা হলো।

মহাদেশ কয়টি ও কি কি

পৃথিবীর স্থলভাগের অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে। যথা-
  • এশিয়া
  • আফ্রিকা
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা
  • ইউরোপ
  • এন্টারটিকা ও
  • ওশেনিয়া বা অস্ট্রেলিয়া।

মহাসাগর কয়টি ও কি কি

পৃথিবীর জলভাগ মূলত নদী সাগর ও মহাসাগর নিয়ে গঠিত। পৃথিবীর স্থলভাগের চারদিক ঘিরে রয়েছে লবণাক্ত জল দ্বারা। আর এই লবণাক্ত জল দ্বারা গঠিত হয়েছে মহাসাগর। পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে। যথা-
প্রশান্ত মহাসাগরঃ এই মহাসাগরটি আমেরিকাকে এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে ভাগ করেছে এর আয়তন প্রায় ১৬,৬২,৪২,৫১৭ বর্গ কিলোমিটার।

আটলান্টিকা মহাসাগরঃ এই মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করে রেখেছে। এর আয়তন প্রায় ৮,৬৫,৫৭,৮০০ বর্গ কিলোমিটার।

ভারত মহাসাগরঃ এই মহাসাগরটি দক্ষিণ এশিয়াকে ঘিরে রেখেছে এবং আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে বিভক্ত করে রেখেছে। এর আয়তন প্রায় ৭,৩৪,২৭,৭৯৫ বর্গকিলোমিটার।

এন্টার্কটিক মহাসাগরঃ এই মহাসাগর দক্ষিণ মহাসাগর নামেও পরিচিত। এটি এন্টার্কটিকা মহাদেশ কে ঘিরে রেখেছে এবং প্রশান্ত আটলান্টিক এবং ভারত মহাসাগরের বাহিরের অংশ হিসেবে চিহ্নিত করা রয়েছে। এর আয়তন প্রায় ২,০৩,২৭,০০০ বর্গ কিলোমিটার।

আর্কটিক মহাসাগরঃ এই মহাসাগরটি উত্তর মহাসাগর নামেও পরিচিত। এটি আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র হিসেবে আখ্যায়িত হয়েছে যা আর্কটিকের অধিকাংশ এলাকা এবং উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার একটি অংশকে ঘিরে রেখেছে। এর আয়তন প্রায় ১,৩২,২৩,৭৬৩ বর্গ কিলোমিটার।

সবচেয়ে বড় মহাদেশের নাম কি

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানলাম পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে। এখন আমরা জানবো এই মহাদেশ গুলোর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ কোনটি। আয়তন এবং জনসংখ্যা দুইটির দিক থেকেই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এই বৃহত্তর মহাদেশ টি পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত রয়েছে।

এটি পৃথিবীর মোট স্থলভাগের মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ নিয়ে অবস্থিত। এই মহাদেশটি প্রায় ৪৯ টি দেশ নিয়ে গঠিত। এটি উদ্ভিদ, তাপমাত্রা, পর্বত শৃঙ্গে সুসজ্জিত এবং মানব বৈচিত্র্যযুক্ত বৈচিত্র্যময় একটি মহাদেশ। এই মহাদেশে পৃথিবীর সর্বোচ্চ স্থান 'মাউন্ট এভারেস্ট' থেকে শুরু করে পৃথিবীর সর্বনিম্ন স্থান 'মৃত সমুদ্রতীর' রয়েছে।

পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত 'পামের মালভূমি'ও রয়েছে এশিয়া মহাদেশে। এছাড়াও পৃথিবীর সমস্ত প্রধান ধর্মগ্রন্থের জন্মস্থান হচ্ছে এশিয়া মহাদেশ।

সবচেয়ে ছোট মহাদেশের নাম কি

আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এই ওশেনিয়া মহাদেশ কে অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবেও জানা যায়। এই মহাদেশের প্রায় ১৪ টি স্বাধীন দেশ রয়েছে। এবং এর আয়তন ৮১ লাখ ১২ হাজার বর্গ কিলোমিটার।

পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি

পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর জল ভাগের তিন ভাগের এক ভাগ অংশ জুড়ে বিস্তৃত। এটি দক্ষিণ মহাসাগর থেকে শুরু করে উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ মহাসাগরটি মূলত এশিয়া দুটি আমেরিকা ও উসানিয়ার মধ্যবর্তী অংশে বিস্তৃত। এই বৃহত্তম মহাসাগরটির আয়তন প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ বর্গকিলোমিটার। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম মারিয়ানা টেঞ্চ। এর গভীরতা প্রায় ১১ হাজার ৩৩ মিটার।

পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি

পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর বা আরটিক মহাসাগর। এর আয়তন প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৫৬০০০ বর্গকিলোমিটার। এর উপকূল রেখার আয়তন প্রায় ৪৫ হাজার ৯৩০ কিলোমিটার।

পৃথিবীর এই ক্ষুদ্র মহাসাগরটি পৃথিবীর বাকি মহাসাগরের তুলনায় কম লবণাক্ত হিসেবে আখ্যায়িত। সাথেই এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাসাগর এবং এটি সব সময় বরফের চাদরে ঢাকা থাকে। এবং এই বরফের চাদরের ঢাকা মহাসাগরে আইকন মেরু ভাল্লুক সহ আরো অসাধারণ কিছু বন্যপ্রাণীর অস্তিত্ব দেখা যায়। যা এটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলে।

নতুন মহাদেশের নাম

বর্তমানের নিউজিল্যান্ডের নর্থ ও সাউথ আইল্যান্ড থেকে শুরু করে হাওয়াই দ্বীপপুঞ্জ, বল'স পিরামিড কিংবা নিউক্যালেডোনিয়া এই সবকটা ছোট ছোট জায়গা নিয়েই তৈরি হচ্ছে অষ্টম মহাদেশ। এই মহাদেশের নামকরণ করা হচ্ছে জিলান্ডিয়া মহাদেশ হিসেবে। নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মিলিতভাবে নামকরণ হয়েছে তাই এর নাম জিলান্ডিয়া।
ধারণা করা হচ্ছে এই মহাদেশের আয়তন প্রায় ১৮. ৯ লক্ষ্য বর্গ কিলোমিটার হতে পারে। এই মহাদেশের ৯৪% অংশই সমুদ্রের তলায় পাওয়া গিয়েছে। গবেষকরা জানান গন্ডুয়ানা নামে একটি সুপার মহাদেশের অংশ ছিল বর্তমানের সম্ভাব্য অষ্টম মহাদেশ জিলান্ডিয়া। প্রায় ৬ থেকে ৮ কোটি বছর আগেই মহাদেশটি সমুদ্রের নিচে তলিয়ে যেতে শুরু করে।

লেখকের মন্তব্য

আশা করি আজকের পোষ্টের মাধ্যমে আপনারা পৃথিবীতে কয়টি মহাদেশ ও মহাসাগর আছে তার বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে আপনাদের যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমাদের পোস্টটি শেয়ারের মাধ্যমে অন্য সবাইকেও মহাদেশ ও মহাসাগর সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দিন।
ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url