বাউল কি এবং বাউলদের জীবনধারা সম্পর্কে বিস্তারিত জানুন
বাউল কি এবং বাউলদের জীবনধারা এবং বাউলরা কোন ধর্মের হয় এর সম্পর্কে এমন কিছু অজানা তথ্য নিয়ে এসেছি যা হয়তো এখন পর্যন্ত আপনারা অন্য কোথাও থেকে জানতে পারেননি। আপনার অজানা তথ্য গুলোকে আমরা আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এই পোস্টটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে বাউল এবং বাউলদের জীবন সম্পর্কে বিস্তারিত সবকিছু সম্পর্কে আপনি জানতে বা বুঝতে পারবেন।
বাউল কি এবং বাউলদের জীবনধারা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। বাউল শব্দের অর্থ কি, কাদেরকে বাউল বলা হয়, বাউল গানের জনক কে, বাউলদের শিষ্যের ব্যাখ্যা, বাউলরা কোন ধর্মের এবং কয়েকজন বাউল শিল্পীদের নাম সহ বিস্তারিত জীবনী সম্পর্কে এই পোষ্টের মাধ্যমে আজ আমরা জানবো।
ভূমিকা
বিস্তারিত আলোচনার বিষয়বস্তু, বাংলার মাটিতেই বাউল কুলের বা বাউল গোষ্ঠীর বা বাউল সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। বাউলদেরকে আধ্যাত্মিক দর্শনের মানুষ বললেও ভুল হবে না। একজন বাউল জীবিত থেকেই তার জাগতিক জীবনের যত মোহ, মায়া, লোভ, হিংসা, পরচর্চা, পরনিন্দা সবকিছুকে ত্যাগ করেন। ধর্ম নিয়ে মারামারি হানাহানি বাউলেরা একেবারেই মানেনা।
বাউল শব্দের অর্থ
বাউল শব্দের অর্থ খুঁজতে গিয়ে দেখা যায় যে, ভিন্ন ভিন্ন মতের ভিন্ন ভিন্ন অর্থ বের হয়। বাউল শব্দের উৎপত্তি বাউর শব্দ থেকে। মূলত বাউল শব্দের অর্থ হলো এলোমেলো বা পাগল বা বিশৃঙ্খলকারী।
অভিধানিক অর্থে - যেকোনো ধর্মের সংকীর্ণতা বা সংস্কার থেকে মুক্ত চিন্তা ধারার সম্প্রদায় বিশেষ।
কাদেরকে বাউল বলা হয়
বাউল হচ্ছে বাঙ্গালীদের নিজেদের দর্শন। বাউল কি এবং বাউলদের জীবনধারা সম্পর্কে জানতে হলে আরো অনেক বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। যেসব মানুষেরা গানের মাধ্যমে সুফিবাদ, দেহতত্ত্ব, লোকাচার মতাদর্শ প্রচার করেন মূলত তাদেরকেই বাউল শিল্পী বা বাউল সাধক বলা যায়।
গবেষকদের মতে - কিছু পাগল প্রকৃতির মানুষ যারা ধর্মের বা সামাজিক কোনো কার্যক্রম মান্য করে না তাদেরকেই বাউল বলা হয়।
বাউল গানের জনক কে
বাংলার মাটিতেই বাউল কুলের বা বাউলগোষ্ঠীর বা বাউল সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। কোন কোন ইতিহাসবিদের মতে, বাউল মতের প্রবর্তক হলেন আউলচাঁদ ও মাধব বিবি। বাউল গানের জনক হিসেবে বাউল সম্রাট ফকির লালন সাঁইজি কেও মূল্যায়ন করা হয়।
বা এভাবে বলা যায় যে, প্রধানত বাউল সম্রাট ফকির লালন সাঁইজি, পাঞজু শাহ্, দুদ্দু শাহ্, সিরাজ শাহ্, হচ্ছেন বাউল গানের জনক।
বাউলদের শিশ্যের ব্যাখ্যা
লালন দর্শনকে আধ্যাত্মিক দর্শন বললেও ভুল হবেনা। অর্থাৎ আধ্যাত্মিক জগতের মানুষদের বাহ্যিক দিকের সাথে এনাদের অনেকটা মিল পাওয়া যায়। গায়ে বিশেষ জামা বা গেরুয়া বস্ত্র পরিধান করে, লম্বা লম্বা চুল এবং হাতে একতারা নিয়ে বাউল গান গাইলেই বাউল হওয়া যায় না। বাউল জগৎ হচ্ছে এক অন্য ধরনের সাধনার জগত।
বাউল জগৎ হচ্ছে গুরু শিষ্য প্রধান জগত। বাউল গান গেয়ে বাউল যে কেউ হতে পারেন কিন্তু তা প্রকৃত বাউল হবে না প্রকৃত বাউল হতে হলে গুরু পরম্পরায় দীক্ষা নেওয়া আবশ্যক। দীক্ষা নেয়ার পর একজন বাউল কে অনেক কিছু ত্যাগ তিতিক্ষার মাঝখান থেকে পাড়ি দিতে হয়।
বাউল কি এবং বাউলদের জীবনধারার মধ্যেকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে, একজন বাউল এর কখনো হিংসা, লোভ, পরচর্চা, পরনিন্দা করা যাবে না। একজন বাউলকে জীবিত থেকেই তার জাগতিক জীবনের যত মোহ মায়া আছে তা ত্যাগ করে জীবনযাপন করতে হবে।
বাউলরা কোন ধর্মের
বাউলরা হচ্ছে একটি বিশেষ ধরনের সাধু সম্প্রদায়ের যার উৎপত্তিস্থল মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। বাউলদের জীবন খুবই সাদামাটা এবং সাধনাময় জীবন। একতারা হাতে গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে গান গেয়ে বেড়ানোই তাদের অভ্যাস। লালন ফকিরের নীতির আঁধারে সমগ্র বাউল জাতি শুধুমাত্র মানবতার জয়গান করে। ধর্ম নিয়ে মানুষে মানুষে হানাহানি মারামারি বাউলেরা একেবারেই মানেনা। বাউল কি এবং বাউলদের জীবনধারা ব্যতীত বাউলদের ধর্মীয় বিষয়েও আমাদের জানা উচিত।
তাদের মতে ধর্ম দু প্রকার। যথা -
১. রাজনীতিক ধর্ম
এবং
২. প্রাকৃতিক ধর্ম
সাধারণত বাউলরা প্রাকৃতিক ধর্মকেই ধর্ম বলে মান্য করে। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বলা চলে যে বাউলেরা বা বাউল জনগোষ্ঠীর মানুষেরা মানবতার ধর্ম পালন করেন এবং প্রচার করেন।
কয়েকজন বাউল শিল্পীদের নাম
ইউনেসকো ২০০৫ সালে বাউল গান কে পৃথিবীর দৃশ্যমান ঐতিহ্যের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করেন। জেনে আসি কয়েকজন বাউল শিল্পীদের নাম।
- বাউল সম্রাট ফকির লালন শাহ্
- বাউল ফকির মোহাম্মদ আলী
- বাউল ফকির সিরাজ শাহ্,
- বাউল ফকির দুদ্দু শাহ্,
- বাউল ফকির কামাল উদ্দিন
- বাউল ফকির রশির উদ্দিন
বাউল কি এবং বাউলদের জীবনধারা সম্পর্কে বলতে গেলে এনাদের জীবনধারা হচ্ছে প্রাচীন বাংলার সংস্কৃতির আদর্শের একটি অংশ। যাতে করে রয়েছে তাদের সাহিত্য সংগীত আচরণ, ভাষা, একত্রতা এবং অনুভূতির মৌলিকতা সহ বৃহত্তর মাধ্যমে একটি অন্যরকম অর্থাৎ পৃথিবীকে অন্যভাবে দেখার দৃষ্টি শক্তি।
উপরোক্ত আলোচনা সাপেক্ষে বলা যায় যে আমরা বাহিরে থেকে বাউলদের জীবনকে যতটা সহজ মনে করি আসলে তাদের জীবন ততটা সহজ নয়।এক কথায় এটাও বলা যায় যে বাউলেরা হচ্ছে মানবতার পূজারী তারা শুধুমাত্র মানবতা প্রচার করে বেড়ায় নিজেদের কঠোর তপস্যা ও সংগীতের মাধ্যমে।
লেখকের মন্তব্য
আমাদের পোস্টটি পড়ে যদি আপনি বাউল কি এবং বাউলদের জীবনধারার সম্পর্কে নতুন কিছু জানতে পেরে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকতে আমাদের এই পোস্টটি আপনার বন্ধু পরিবার ও পরিজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যেন আপনার মত তারাও এই বিষয়ে সম্পর্কে অবগত হতে পারে এবং আমাদের এই পোস্ট সম্পর্কে আপনার মতামত জানানোর জন্য আমাদের পোষ্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url